Communicative English Quiz
এই সেক্শনটি কলকুয়াল (Colloquial) ইংলিশ দিয়ে সাজানো হয়েছে। কলকুয়াল (Colloquial) হচ্ছে এমন এক্সপ্রেশন যেগুলো লেখার থেকে বলার ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়; এটি অনেকটা বাংলার চলিত ভাষার মতন যেটাতে কোনো নির্দিষ্ট ঘটনা, বৈশিষ্ট, কাজ বুঝাতে সুনির্দিষ্ট কিছু বাক্য ব্যবহৃত হয় শব্দ যা স্ট্যান্ডার্ড ইংলিশ থেকে কিছুটা আলাদা এবং অনেকটাই ইনফরমাল। যেমন, আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত চলিত ভাষায় বলা হয়, I am sick of waiting! যদিও স্ট্যান্ডার্ড ইংলিশ হবে, I am tired of waiting!
ভাষাকে সুন্দর, স্মার্ট এবং সাবলীল করার জন্য Colloquial expressions জানা খুব জরুরি।